
হাদিসটি অনলাইনে দেখতে ক্লিক করুন : https://www.hadithbd.com/hadith/link/?id=31632
হাদিসটি কুরআনের সাথে সাংঘর্ষিক ও মিথ্যা হাদিস তার প্রমাণ দেখুন কুরআন থেকে : –
সূরা নূর (২৪ : ২)
ٱلزَّانِيَةُ وَٱلزَّانِي فَٱجْلِدُوا كُلَّ وَٰحِدٍۢ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍۢ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌۭ فِى دِينِ ٱللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآئِفَةٌۭ مِّنَ ٱلْمُؤْمِنِينَ
বাতিকারী ও বাতিকারী উহাদের প্রত্যেককে এক শত কশাঘাত করিবে, আল্লাহর বিধান কার্যকরীকরণে উহাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে, যদি তোমরা আল্লাহে এবং পরকালে বিশ্বাসী হও; মুমিনদের একটি দল যেন উহাদের শাস্তি প্রত্যক্ষ করে।
সূরা নূর অনলাইনে দেখতে ক্লিক করুন : https://www.quran.gov.bd
বিঃ দ্রঃ উপরোক্ত হাদিসটি “রাজম” (পাথর দিয়ে মৃত্যুদণ্ড — স্তোনিং) নিয়ে ব্যাপক আলোচনা আছে কিতাবে ও শাস্তি-চর্চায়; কিন্তু সরাসরি কুরআনের কোনো আয়াতে পাথর মারা (স্তোনিং) বিধান হিসাবে স্পষ্টভাবে লেখা নেই — রাজমের বিধান প্রধানত সাহাবী/হাদিস ও ক্লাসিকাল ফিকহি রায় থেকে এসেছে। কুরআনের সূরা নূরের ২ নং আয়াতের সাথে যা সাংঘর্ষিক।
২. স্ত্রী জ্বিনা করলে হত্যা করার হাদিস

হাদিসটি অনলাইনে দেখতে ক্লিক করুন : https://www.hadithbd.net/hadith/email/?id=50739
সূরা নূর (২৪ : ২)
ٱلزَّانِيَةُ وَٱلزَّانِي فَٱجْلِدُوا كُلَّ وَٰحِدٍۢ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍۢ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌۭ فِى دِينِ ٱللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآئِفَةٌۭ مِّنَ ٱلْمُؤْمِنِينَ
বাতিকারী ও বাতিকারী উহাদের প্রত্যেককে এক শত কশাঘাত করিবে, আল্লাহর বিধান কার্যকরীকরণে উহাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে, যদি তোমরা আল্লাহে এবং পরকালে বিশ্বাসী হও; মুমিনদের একটি দল যেন উহাদের শাস্তি প্রত্যক্ষ করে।
সূরা নূর অনলাইনে দেখতে ক্লিক করুন : https://www.quran.gov.bd
বিঃ দ্রঃ উপরোক্ত হাদিসটি “রাজম” (পাথর দিয়ে মৃত্যুদণ্ড — স্তোনিং) নিয়ে ব্যাপক আলোচনা আছে কিতাবে ও শাস্তি-চর্চায়; কিন্তু সরাসরি কুরআনের কোনো আয়াতে পাথর মারা (স্তোনিং) বিধান হিসাবে স্পষ্টভাবে লেখা নেই — রাজমের বিধান প্রধানত সাহাবী/হাদিস ও ক্লাসিকাল ফিকহি রায় থেকে এসেছে। কুরআনের সূরা নূরের ২ নং আয়াতের সাথে যা সাংঘর্ষিক।
