মোঃ সাজ্জাদ আহমেদ (সুজন)
বহু দিন ধরে মোল্লা মুন্সি আর, জ্ঞান পাপিরা মিলে,
ধর্মের নামে ধার্মিক সেজে, দ্বীন খেয়েছে গিলে।
তাদের কথায় চলেছে সমাজ, বসায়েছে ধর্মের বাজার,
দেখিয়ে লোভ জান্নাতের আর, জাহান্নামের সাজার।
দ্বীন কে করেছে ছিন্ন ভিন্ন গড়েছে অনেক দল,
আল্লাহ ভীড়ূ নিরীহ মানুষ বুঝেনিকো তাদের ছল।
দাড়ি টুপি আর জুব্বাতেই যেন বন্দী করেছে দ্বীন,
যায়নিতো বোঝা লেবাসের আড়ালে তার, উদ্দেশ্য কত হীন!!
কোরানের কথা বুঝিতে মানা হরফে দশ নেকি নিয়ে,
রাসূলের নামে বানিয়েছ বিধান ইজমা কিয়াস দিয়ে।
ফতোয়ার ঝড়ে লন্ড ভন্ড করেছে বিধান রবের,
মুক্তির পথ করেছে গোপন,যেথায় শান্তি সবের।
হাদিসের নামে রচিয়া গ্রন্থ, লিখেছে হেথায় যাতা,
ব্যবসা বাচাতে বানিয়েছে তারা নবীকেও বিধান দাতা।
শুনেনিতো কেউ বলতে নবীকে, দেখেওনি তা করতে,
অমুকের মুখে তমুক শুনেছে লিখিয়াছে সেই শর্তে।
নবীজীর নামে হাদিস লিখেছ??!!ধারন করো ধৈর্য্য,
হাশরের মাঠে নবিজীর সাক্ষ কেমনে করিবে সহ্য?
করবেন নালিশ রবের কাছে, যারা গড়েছে মিথ্যার রাজ্য,
তোমার বান্দারা তোমারি কালাম করেছে পরিত্যাজ্য।
কিন্তু এখন বদলেছে সময়, খুলেছে সত্যের দ্বার,
কোরআনের আলো ছড়ায়ে পরেছে, ঘুচিয়া অন্ধকার।
মানুষ সকল জাগিয়া উঠিছে মিথ্যার বাঁধন ছিঁড়ে,
থাকিতে আর চাহেনা যে কেউ ভন্ড তন্ত্রের ভীড়ে।
সত্য দ্বীনের রব উঠেছে জয় নিশ্চই হবে
আল্লাহর কিতাব আঁকড়ে ধরে, সত্য খুজিছে সবে।
পারবেনা আর বানাতে তারা, মানুষেরে আর বোকা,
ধংস তোমাদের ধর্মের নামে অনেক দিয়েছো ধোকা।
ভন্ডের বাজার ভাংগিয়া পড়েছে, আগুন লেগেছে তাতে,
সত্য দ্বীন হাজির হয়েছে,জেগেছে মুত্তাকি এক একসাথে।
বান্দারা সব বুঝতে শিখেছে, নেইতো কেউ আর বসে,
সত্যের জোয়ার হেনেছে আঘাত মিথ্যা গেছে ধ্বসে।
জেগেছে সব আল্লাহর বান্দা ভেংগেছে সবার ঘুম
শান্তিতে থাক মুমিন মুসলিম সালামুন আলাইকুম।
